নিজস্ব প্রতিবেদক ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন খসরুর স্ত্রী শাহিনা হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে যশোর শহরের রবীন্দ্র নাথ সড়কস্থ (আরএন রোড) বাড়িতে হৃদরোড আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে-পুত্রবধূসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব রবীন্দ্র নাথ সড়কস্থ ইসলামী ব্যাংকের সামনে জানাজা শেষে কারবালা কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী অপু, যুবলীগনেতা আজাহার হোসেন স্বপন, মোটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর জেলা শাখার সভাপতি শহিনুর হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ প্রমুখ।
এদিকে, শাহিনা হোসেন মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহ-সভাপতি আব্দুল মজিদ, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা শ্রমিকলীগের সভাপতি আজিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, নাছিমা আক্তার জলি, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস প্রমুখ।