নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। তিনি নিজে লাভবান হবার জন্য দেশ স্বাধীনের নেতৃত্ব দেননি, দিয়েছেন দেশ প্রেমিক হয়ে। অথচ দেশে স্বাধীন হবার পর ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কোথাও বঙ্গবন্ধুর নাম ছিল না। চেষ্টা করা হয়েছে ইতিহাস বিকৃতির।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু ১০২ তম জন্মবার্ষিকীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মনিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বিপুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী হোসনে আরা মিমি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ সোনার দেশ হবে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবার থাকবে। কিন্তু তা করে যেতে পারেননি। তবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। ইতিমধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্ম সেতুসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। তাই আজকের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস শেখাতে হবে। তাহলেই দেশ সোনার দেশে রূপান্তিত হবে।