নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মো. মুজিব-উদ্-দৌলা সরদার কনকের মাতা শাহিদা সুলতানার দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর গ্রামের বাড়ি শার্শার বারিপোতা আলমগীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে সকালে নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মিন্টু, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু, যুবলীগনেতা তৌহিদুর রহমান চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগনেতা ইউসুফ সাঈদ, হাজী হাসান, আলী হোসেন, ঝিকরগাছা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান রশিদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, আওয়ামী লীগনেতা রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সহিদুল আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার শাহরিন আলম বাদল, আব্দুর রহিম সরদার প্রমুখ।
এদিকে, শাহিদা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহিদা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রূহের মাগফেরাত কামনা করা হয়।