নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার দুপুরে যশোর জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুণ-অর-রশিদ, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, শহর আওয়ামী লীগের নেতা আলহাজ্ব ফিরোজ খান, আবুল খায়ের, ইউপি সদস্য সাজেদুল হক রিপন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ইব্রাহিম শরীফ বিন্তু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম রহমান, স্বেচ্ছাসেবক লীগের নেতা গাজী টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম সোহাগ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শহর কমিটির আহ্বায়ক সুজা খন্দকার, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুবলীগ নেতা সাইদুল কবির আজাদ, শাকিল আহমেদ প্রমুখ।