নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে এক শহীদ পরিবারের বসতঘর স্কেভেটর দিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও তার ছেলে পিয়াসের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ওই গ্রামের আসাদুজ্জামান কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালে বাদী আসাদুজ্জামান শিল্প ব্যাংক থেকে নিলামে ক্রয় করে ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বেয়াই নুরুল ইসলামের পক্ষে ওই সম্পত্তির মালিকানা দাবি করা হয়। পাশাপাশি কয়েকবার জবরদখলের চেষ্টা করা হয়েছে। সর্বশেষ গত ২৭ জুন দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন তার বেয়াই নুরুল ইসলামের পক্ষে থাকা লোকজন নিয়ে বাদীর বসতবাড়ি ও জমি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালান। এ সময় তাদের সাথে অজ্ঞাতনামা আরো দেড়শ’ থেকে দুইশ’ লোক ছিল। ওই সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগল, ধান ও গমসহ প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
