নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন ও ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার দুপুরে ঘোপ সেন্ট্রাল রোডে জেলা আওয়ামী লীগের সভাপতির নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা জানান।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, এ বিজয়ের মধ্যে দিয়ে অপশক্তিকে বিনাশ হয়েছে। এ বিজয়ের মধ্যে দিয়ে যশোরে যারা চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক কারবারী, সন্ত্রাসদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের চিরতরে বর্জন করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে বিজয় করেছেন। নব-নির্বাচিত চেয়ারম্যার তৃণমূল নেতাকর্মী, মানুষের চাওয়ায় পাওয়া অনুযায়ী কাজ করবেন তৌহিদ চাকলাদার ফন্টু। শেখ হাসিনা সারা বাংলাদেশে যে সব উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, সে হিসেবে গত চার বছরে যশোরে তেমন উন্নয়ন হয়নি। সেই থমকে যাওয়া উন্নয়ন আবারও যশোরে শুরু হবে তৌহিদ চাকলাদার ফন্টুর হাত ধরে।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য সামির ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, ছাত্র নেতা ইব্রাহিম শরিফ বিন্তু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম সাহেদ, ছাত্রনেতা শুভ, রাজা, প্রান্ত, শাহিন, সজিব প্রমুখ।