নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন পৌরসভার ২ নং ওয়ার্ডের নাথপাড়ায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন প্রচার করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগ সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য আবুল হোসেন, শহর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, আবুল খায়ের, আমিন মীর, শহর যুবলীগের সদস্য শাহীন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।