নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের আইনাল মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, যশোর জেলা আওয়ামী লীগ সদস্য সামির পিয়াস ইসলাম, শহর আওয়ামী লীগ নেতা আবুল খায়ের, আমিন মীর, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পনি, যশোর সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য জিলহজ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত প্রমুখ।