নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। দেশের ৬৪ জেলার বিশিষ্ট সমাজকর্মীদের নিয়ে গঠিত বোর্ডে যশোর থেকে তিনি সদস্য মনোনীত হয়েছেন। জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে সদস্য মনোনীত হওয়ার বিষয় নিশ্চিত করা হয়েছে।
এদিকে শহিদুল ইসলাম মিলন জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অভিনন্দন জানানো হয়।