নিজস্ব প্রতিবেদক
যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন ছিল। এদিন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে ২৩ জন এবং ক্রীড়া সংগঠক এবিএম আক্তারুজ্জামানের নেতৃত্বাধীন ৬ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ এপ্রিল যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, গতকাল দুটি প্যানেল থেকে মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন প্যানেল থেকে ২৩ জন ও আক্তারুজ্জামান প্যানেল থেকে ৬ জন জমা দিয়েছেন। আগামী ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।