নিজস্ব প্রতিবেদক
যশোর ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, তাসফিয়া সায়েম, মেহজাবিন জুই, আফিয়া রহমান, সারা আহমেদ, মহিমা দাস, আজমাইন ফায়েক, সাদমান জামিল ও আবু সালেহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সুলতান আহমেদ ও প্রাথমিক রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর শাহিদুল হক।
বিদ্যালয়ের সহাকারি শিক্ষক আশরাফুজ্জামান মিলনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা। এ প্রতিযোগিতায় ৫৬ ইভেন্টে ১৬৮ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
