নিজস্ব প্রতিবেদক
‘মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা’ এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন যশোর ইয়ামাহা রাইডার ক্লাব। সোমবার (১৫ জানুয়ারি) যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সদস্যরা।
শিক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল, মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের অন্যান্য সদস্য। এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকা- পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, শিক্ষাই জীবনের সকল মূল। সেজন্য জাতিকে সুশিক্ষার আলোতে আলোকিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের এধরনের কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাতসহ ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।
