নিজস্ব প্রতিবেদক
যশোর ইলেকট্রনিক্স সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার শহরের পুরাতন পৌরসভা ভবনের আইডিবি ভবনে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ১১৪ জন ভোটারের মধ্যে ১০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদ গঠন করবেন।
নির্বাচন কমিটির প্রধান মাহবুবুর রহমান মজনু জানান, নির্বাচনে বিজয়ীরা হলেন, লুৎফর রহমান, হাসানুজ্জামান রুবেল, আদনান রহমান ডলার, সাজ্জাদ হোসেন, উত্তম কুমার সাধু, ওয়াসিম কুমার বিশ্বাস, তকিউর রহমান মল্লিক, আসাদুল ইসলাম, আবদুল জব্বার পিন্টু, হাসানুল বিশ্বাস বাপ্পি, এমএ হালিম রত্ন, আমির হোসেন আমু, তরিকুল ইসলাম লিমন, লুৎফুল কবির, সুরেন্দ্র দাস মিন্টু, মারুফুর রহমান, জয়নাল আবেদীন, মহিবুল ইসলাম সবুজ, গণেশ কুমার সাহা, মঙ্গল শিকদার ও কংকন কুমার কুন্ডু। বিজয়ীরা পরবর্তীতে তাদের পরিষদ গঠন করবেন।