নিজস্ব প্রতিবেদক: যশোর ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক প্রকল্পের ২০২১ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও কেয়ারটেকারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পবিত্র আল কুরআন শিক্ষাই পারে নৈতিকতা সম্পন্ন মানুষ গড়তে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে সারা দেশের ন্যায় যশোর জেলায় স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের পবিত্র আল কুরআন শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠান মিলনায়তনে যশোর সদর উপজেলার ২০২১ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও কেয়ারটেকারদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভাল বাসতেন। তোমরা যারা মেধার মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছ তোমাদেরকে এগিয়ে আসতে হবে নৈতিকতা সম্পূর্ণ বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দিতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (অর্থো.) সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড অফিসার মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও কেয়ারটেকারদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।