নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। এদিকে, গতকাল বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণ করা হয়।
বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে ঈদ পূর্ববর্তী মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব কবির, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী, সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হক, কালেক্টরেট জামে মসজিদের খতিব ইয়াছিন আলম প্রমুখ।