নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তোলার জন্য সাবেক ক্রিকেটারদের নিয়ে ২৭মার্চ যাত্রা শুরু করে যশোর এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের। যাত্রা শুরুর সপ্তাহ খানিক পরই ফ্রাঞ্চাইজির আদলে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগে নিয়েছে সংগঠনটি।
টুর্নামেন্ট শুরুর নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও চারটি দল গঠন করা হয়েছে। দলগুলো হলো, রিপন অটোস, হ্যালো পাণ্ডা স্কোয়াড, যশোর রেঞ্জার্স ও দ্বীপ স্পোর্টিং ক্লাব। ইতোমধ্যে ড্রাফট থেকে পছন্দের ১৫জন খেলোয়াড়কে নিয়ে দল গঠন সম্পন্ন করেছে।
শনিবার রাতে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে এ প্লেয়ার ড্রাফটের লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু, যশোর এক্স ক্রিকেটার এসোসিয়েশনের আহ্বায়ক সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক মাহতাব নাসির পলাশ, আসাদুল্লাহ খান বিপ্লব, শামীম এজাজ ও আইয়াজ উদ্দিন রিপনসহ চার দলের ওনার ও আইকন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
রিপন অটোর টিম ওনার হচ্ছেন আহাদ হোসেন। এ দলের আইকন প্লেয়ার হচ্ছেন ওপেনার সাদমান রহমান। দলের অন্যান্য খেলোয়াড়রা হচ্ছেন, ডানহাতি পেসবোলিং অলরাউন্ডার হাসানুর, বামহাতি স্পিনার আজমান হোসেন, মেহেদি হাসান শিবলি, রাইসুল, তামিম, মারুফ, আলিফ, মাহাদি, সোহানুর, বারিকুল, সাদ, মিরাজ, সাকিব ও মতিন।
যশোর রেঞ্জার্সের মালিকানার দায়িত্বে আছেন ববি। অলরাউন্ডার শামীম শরীফ এ দলের আইকন খেলোয়াড়। দলের অন্য খেলোয়াড় হচ্ছেন, ইমন ফারাজি, হৃদয় মোল্লা, সোহান, তীর্থ, তাজ, রাহুল হোসেন, অভিক ঘোষ বিল্টু, আরিফ, হিমেল, অপুরাম দাস, রমজান, অর্ঘ ঘোষ, রনি ও রিয়াদ।
দ্বীপ স্পোর্টিং ক্লাবের দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক। দলটির আইকন খেলোয়াড় হচ্ছেন আশিকুল ইসলাম নিলয়। দলের অন্য খেলোয়াড়রা হচ্ছেন, মিকাইল, টিটো, মাহফুজুর, রনি, রেজওয়ান, ফয়সাল ইমামী গোল্ড, সাকিব, বর্ণ, মাহিম, রিয়াদ, আবির পাল, সিয়াম, সাদমান ও আব্দুর রহমান।
হ্যালো পান্ডা স্কোয়াডের মালিক হচ্ছেন রিয়াদ উদ্দিন। এই দলের আইকন প্লেয়ার জেলার দলের অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুন রাজু, দলের খেলোয়াড়রা হলেন, আবির, কাফি, দ্বীপ, আকাশ, নাঈম, নিলয়, সৈয়দ আনোয়ার, মল্লিক, ফাহাদ, ইয়াসিন, অন্তু, মিরাজ, হৃদয় ও মামুন।
যশোর এক্স ক্রিকেটার এসোসিয়েশনের আহ্বায়ক মাহতাব নাসির পলাশ বলেন, দীর্ঘদিন যশোরের মাঠে ক্রিকেট নেই। তাই আমরা দ্রুত একটা টুর্নামেন্ট করবো। ইতোমধ্যে আমাদের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। মাঠ প্রস্তুতের কাজে হাত দেয়া হয়েছে। আগামী সপ্তাহে টুর্নামেন্ট শুরু করার চিন্তা আছে।