নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ১০দিন ব্যাপী অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে কলেজে ছাত্রকমন রুমে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
পরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি প্রতিযোগিতা মুলক মনোভাব গড়ে তোলে।
বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর আব্দুল কাদের ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা। এসো করি ক্রীড়ায় অংশগ্রহণ, সুস্থ করি দেহ, গড়ে তুলি সুন্দর মন স্লোগানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।