নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলেজ মিলনায়তনে এই ইফতার মাহফিল হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাফ-উদ-দ্দৌল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মনোয়ার হোসেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আব্দুল খালেক সরকার, অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর আব্বাছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজাসহ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।