নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.)। সোমবার সকালে কলেজের হল রুমে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, প্রফেসর জিল্লুল বারী, অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর রুহুল আমিন, সহযোগী অধ্যাপক মুকুল হয়দার, সহকারী অধ্যাপক জাহিদুল আলম, ছাত্রলীগ নেতা শেখ ইব্রাহিম সাগর, ওহিদুল ইসলাম রাব্বি প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এমএম কলেজ মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন। শেষে হামদ, নাথ, কিরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
