নিজস্ব প্রতিবেদক: যশোরে শার্শা ও সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশ ও র্যাব মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার তালশারী গ্রামের রাশেদ (৪৫) ও রেসত রহমান শিমন ওরফে হাফিজ (২০), ভবেরবেড় মধ্যপাড়ার তৈয়েব মোড়ল (৫৬), খুলনার খালিশপুরের ১২৭ নম্বর রোডের বাসিন্দা সাগর হোসেন (২৫) ও কাশিপুর পোড়াবাড়ি মসজিদ এলাকার সাদ্দাম হোসেন ওরফে শাওন (২৬)।
যশোর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের এসআই সুমন সরকারের নেতৃত্বে একটি টিম স্থানীয় শার্শা বাজারের যাত্রী ছাউনীর সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৬৫ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ রাশেদ, হাফিজ ও তৈয়েবমোড়লকে আটক করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
অপরদিকে র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সূত্রে খবর পায় কতিপয় ব্যক্তি বেনাপোল থেকে পিকআপে ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা হয়ে অন্য কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ খবর পেয়ে সকাল পৌনে ৭টার দিকে তাদের একটি টিম সাতক্ষীরার পাটকেলঘাটায় মেসার্স মজুমদার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে পিকআপটি সেখানে এসে পৌঁছালে র্যাব সদস্যরা সেটি আটক করেন। পরে পিকআপে তল্লাশি চালিয়ে ৪টি বস্তায় রাখা ১ হাজার ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সাগর ও শাওনকে আটক করা হয়। তবে পিকআপে থাকা মিল্টন নামে আরো এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।