নিজস্ব প্রতিবেদক: একের পর এক বাল্যবিয়ের কার্যক্রম করার দায়ে যশোর জেলা কাজী সমিতির সভাপতি মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর তার দুই সহকর্মীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জজ কোর্টের পশ্চিমে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
মনিরুল ইসলাম (৫৭) শহরের রেলগেট এলাকার আব্দুর রবের ছেলে। দুই সহযোগীর মধ্যে তরিকুল ইসলাম (২৭) তার সন্তান। অপরজন শহরতলীর বিরামপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০)।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মনিরুল ইসলাম নিজ অফিসে বসে দীর্ঘদিন বাল্যবিয়ের কার্যক্রম করে আসছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে তার অফিসের বিবাহের রেজিস্টার চেক করা হয়।
এসময় বাল্যবিয়ে সম্পাদনসহ বিভিন্ন রেজিস্টারের বর ও কনের সঠিক বয়স না লেখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত মনিরুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। আর মোস্তাফিজুর রহমান ও তরিকুল ইসলামকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড করেন।