নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক শুকুর আলী শহরের বারান্দী মোল্লাপাড়ার ছিদ্দিক শেখের ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুর রহিম মন্ডল জানান, ঈদুল ফিতরের দিন বিকেলে এক যুবক কারাগারের কম্পাউন্ডের ভিতরে প্রবেশ গেটের সামনে ক্ষমতার দাপট দেখিয়ে আতংক সৃষ্টি করে। বাধা দিলে সে ইটপাটকেল নিক্ষেপ করাসহ কারা ফটকের লাইট ভাঙচুর শুরু করে।
পরে কারারক্ষীরা একত্রিত হয়ে ওই যুবককে আটক করে। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। আটক শুকুর আলীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।