নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বিশ্বাস (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত পোনে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত নারায়ন চন্দ্র নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্রগ্রামের প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদি নাম্বার (৫৭২৬/এ)।
কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান, চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক তহশিলদার নারায়ন চন্দ্রের নামে একটি দুর্নীতি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদ- দেয়। চলতি বছরে ১২ জানুয়ারি নারায়ন চন্দ্র কারাগারে আসে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ নারায়ন চন্দ্র বিশ্বাস বমি করছিলো। তার শরীর অসম্ভব ঘামছিলো। রাত ৯টা ৩৮ মিনিটে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।
৩ Comments
Pingback: বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১
Pingback: ভৈরব-নূর নবীর কাছে অসহায় জেলা ও সদরের সাব রেজিস্ট্রার
Pingback: বেনাপোলে ২৩ জামায়াত নেতা কর্মী আটক : ৫টি ককটেল উদ্ধার