নিজস্ব প্রতিবেদক
যশোর কালেক্টরেট স্কুলে অধ্যয়নসভা দ্বিতীয় আবর্তনের অষ্টম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুলের মিলনায়তনে ‘সপ্তাহে একটি বই পড়ি’ নামে সংগঠন এই পাঠচক্রের আয়োজন করে। এদিন সংগঠনটির সদস্যরা ছাড়াও তিন শতাধিক শিক্ষার্থী বিশ্বসাহিত্যের অন্যতম বিখ্যাত বই আর্নেস্ট হেমিংওয়ে রচিত ‘দ্যা ওল্ড ম্যান এ্যান্ড দি সী’ পাঠ প্রতিক্রিয়া, কুইজ ও আলোচনা করে। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে আলোচক ছিলেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর।
আলোচনায় তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার, বড় চিন্তার, বড় কাজের অনুপ্রেরণা দেন। শিক্ষার্থীদের বই বিমুখতা এবং মুঠোফোনের স্ক্রিনের গণ্ডি থেকে বেরিয়ে এসে বই পঠন পাঠনের মাধ্যমে আলোকিত জীবন গঠনের উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। আলোচনা করেন অধ্যয়নসভার সদস্য আবিদুজ্জামান রাতুল, সিনথিয়া জামান ফাল্গুনী, গৌরাঙ্গ ঘোষ, বিনীতা কুন্ডু, বায়েতুল্লাহ, মাইশা মুস্তারী, আকিব জুবায়ের, কানিজ ফারজানা লাইসা, আব্দুল্লাহ কবীর ও জারিন তাসনিম অহনা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দ্বিতীয় আবর্তনের সমন্বয়ক সুমন রেজা।
আলোচনা পর্ব শেষে সপ্তাহে একটি বই পড়ি’র সমন্বয়ক কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয় পঠিত বই-কেন্দ্রিক বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন অধ্যয়নসভার সদস্যরা। উপস্থিত সকল শিক্ষার্থীর জন্য মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সমসাময়িক বিষয়ের উপর আরো একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠ-প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারীসহ বিজয়ীদের হাতে বই তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন শিক্ষার্থীদের সুস্থধারার মনন, পরিশীলিত জীবন গঠনে পাঠচক্রের গুরুত্ব উল্লেখ করেন। এ জ্ঞানায়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের কৃতি ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন তিনি। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অধ্যয়নসভার সদস্য সামিহা, দ্বিতীয় সোহানী তাসনিম প্রকৃতি এবং তৃতীয় বিনীতা কুণ্ডু। উন্মক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান হন জীম, দ্বিতীয় আব্দুল্লাহ এবং তৃতীয় সিনথিয়া জামান ফাল্গুনী।
