নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম (৬৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কারা কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান। তিনি অভয়নগরের ভাটাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার কয়েদি নম্বর-৯২০৬/এ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর।
যশোর কারাগার সূত্রে জানা যায়, কয়েদি নজরুল ইসলাম খুলনার ফুলতলা থানার একটি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বৃহস্পতিবার ভোররাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।
নজরুল ইসলাম ১৯৯৫ সালে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।