নিজস্ব প্রতিবেদক
এক ম্যাচ হাতে রেখে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রিমিয়ার ডিভিশন নিশ্চিত করেছিল ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। বুধবার শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব করতে চেয়েছিল শামস্-উল-হুদা ফুটবল একাডেমির দল বলে পরিচিত পাওয়া ক্লাবটি। তবে ভোরের বৃষ্টিতে মাঠে গড়ায়নি ম্যাচটি। শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচটিতে ইয়াং ড্রাগনের প্রতিপক্ষ ছিল বিপণন।
বাইলজের নিয়মানুযায়ী পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দল দু’টি। এক পয়েন্ট নিয়ে শিরোপা জিততে ইয়াং ড্রাগনের কোন সমস্যা হয়নি। তবে এক পয়েন্ট পাওয়ায় কোন হিসাব নিকাশ ছাড়াই রানার্সআপ হয়েছে বিপণন।
তবে এদিনের ম্যাচের ফলাফলের দিকে সবচেয়ে বেশি তাকিয়ে ছিল আসাদ স্মৃতি সংঘ। তাদের প্রত্যাশা ছিল অত্যান্ত শক্তিশালী দল হিসেবে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের বিপক্ষে বিপণন খুব বেশি সুবিধা করতে পারবে না। সুবিধা করতে না পারলে রানার আপ হয়ে তারা আগামী মৌসুমে পা রাখবে প্রিমিয়ার ডিভিশন কিকেট লিগে। কিন্তু সব হিসেব নিকেষ পাল্টে দিয়েছে রাতের বৃষ্টি।

বৃষ্টির কারণে পিচ ও আউট ফিল্ড কোনটিই খেলার উপযোগী ছিল না। যেহেতু ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। আর বেশ আগে থেকেই ছিল বৃষ্টির পূর্ভাবাস। সেহেতু কেন রির্জাভ ডে রাখা হয়নি এমন প্রশ্ন আসাদ স্মৃতি সংঘের কর্মকর্তা ও খেলোয়াড়দের। আপাতত সপ্তাহ খানেকের মধ্যে কোন খেলা নেই মাঠে।
প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক শামস্-উল বারী শিমুল যশোর ক্রিকেট বদলে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহারিয়ার জাহেদির পৃষ্ঠপোষকতায় ক্লাবটি চলে। আমরা কয়েকবছর আগে ক্লাবটি কিনেছিলাম। তখন ক্লাবটি যশোর ক্রিকেটের নিচের স্তরের দিকে ছিল। সেখান থেকে আগামী বছর জেলার শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছি। এজন্য দলের খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামীতে জেলার ঘরোয়া লিগগুলো যাতে প্রতিযোগিতামূলক ও পেশাদারিত্ব মনোভাবাপন্ন হয় সে লক্ষ্যই আগামীতে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
লিগে উদীয়মান ব্যাটার হয়েছেন বিপননের মাহিনুর রহমান মাহিম, একই দলের ফারহান সিদ্দিকী ফাহাদ হয়েছেন উদীয়মান বোলার।
এদিকে বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির নিচে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি মকছেদ শফী। বক্তব্য রাখেন সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, প্রথম বিভাগ ক্রিকেট লিগের সম্পাদক খায়েরুজ্জামান বাবু, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাবের সাধারণ সম্পাদক শামস্-উল বারী শিমুল, বিপনন ক্লাবের কর্মকর্তা আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান।