নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সহসভাপতি এজেডএম সালেক। বুধবার দুপুরে রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের দপ্তর থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এজেএম সালেক বলেন, আমি ও খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চলের পক্ষ থেকে নির্বাচনের সবকয়টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জমা প্রদানের সময় প্যানেলে অন্যান্য প্রার্থীদের নাম ঘোষণা করবো।
২৫মে মনোনয়ন ক্রয়ের শেষ দিন। আগামী ১২ জুন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন।
