নিজস্ব প্রতিবেদক
‘যশোর ক্লাব’র আধুনিকায়ন ও সংস্কার শেষে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো. রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, যশোর ক্লাবের যুগ্ম সম্পাদক এজেডএম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ক্লাব সদস্য শাহীন চৌধুরী, লাক্সারি ডাইনের সত্ত্বাধিকারী আরিফুর রহমান ও আশরাফ হোসেন সুমন প্রমুখ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব। এখানে সুস্থ খেলাধুলার চর্চা থাকতে হবে। এই ক্লাবের আধুনিকায়নের মাধ্যমে এখানে সদস্যদের যাতায়াত বাড়বে। তবে এরমধ্যে যেন মদ বিক্রি করা না হয় সেদিকে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এদিন যশোর ক্লাবে ত্রি-স্টার মানের রেস্টুরেন্ট ক্যাফে লাক্সারি ডাইন, ব্যাড মিন্টন গ্রাউন্ড, লং টেনিস, টেবিল টেনিস গ্রাউন্ড, ড্রেসিং রুমসহ আধুনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
