নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কি এলাকার আসাদুল ইসলাম হত্যা মামলায় চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ সিংহ রায়।
অভিযুক্ত আসামিরা হলো,খড়কি দক্ষিণপাড়ার আব্দুল লতিফের ছেলে এরফান হোসেন, খড়কি বামনপাড়ার আরফান হোসেন বাবুর ছেলে এরফার হোসেন চৌধুরী ওরফে বিল্পব ওরফে ভাগ্নে বিপ্লব, খড়কি আব্দুল কারিম রোডের ইদ্রিসের ছেলে নয়ন ও খোলাডাঙ্গা মফিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে আল আমিন।
মামলার অভিযোগে জানা গেছে, আসাদুল পেশায় ট্রাকের হেলপার ও দিনমজুর ছিলো। পরিবারে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার কারণে আসাদুল স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে বসবাস করতো। ২০২৪ সালের ২ নভেম্বর ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাড়ির লোকজন জানতে পারেন, কে বা কারা আসাদুলকে ছুরিকাঘাতে জখম করে খোলাডাঙ্গা ব্র্যাক অফিসের পাশের মসজিদ সংলগ্ন চায়ের দোকানের সামনে ফেলে রেখেছে। এ খবর আসাদুলের ভাই কুরবান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল মারা যায়। এ ঘটনায় নিহত আসাদুলের পিতা জহুরুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতা ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে এরফানকে আটক ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। শেষে আসামিদের দেয়া স্বীকারোক্তি ও সাক্ষীদের বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত নয়নকে পলাতক দেখানো হয়েছে।