নিজস্ব প্রতিবেদক
যশোর খো খো লিগের পুরুষ বিভাগের শিরোপা জিতেছে সপ্তডিঙ্গা স্পোর্র্টিং ক্লাব। রানার্সআপ হয়েছে সালেহা স্পোর্টিং ক্লাব। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে সপ্তডিঙ্গা জয় পায় ইনিংস ও এক পয়েন্টে। একই মাঠে অনুষ্ঠিত নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ কামাল অ্যাথলেটিক্স একাডেমী। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেন্টাল স্কয়ারের বিপক্ষে জয় পেয়েছে ১৯-১ পয়েন্টে।
পুরুষ বিভাগের ফাইনালে প্রথম কোয়ার্টারে সপ্তডিঙ্গার অর্জন করা ১০ পয়েন্ট সালেহা স্পোর্টিং ক্লাব দুই কোয়ার্টার মিলেও তুলতে পারেনি। তারা তুলতে পারে ৯ পয়েন্ট।
নারী বিভাগের লিগ সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন শেখ কামাল অ্যাথলেটিক্স একামেডীর তামান্না খাতুন। পুরুষ বিভাগের সেরা হয়েছে সপ্তডিঙ্গার গোলাম রসুল।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশার পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু। স্বাগত বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার।