নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা দেয়া হয়েছে। রোববার দুপুরে চেম্বার ভবনে বিজয়ীদের নাম ঘোষণা করেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন। এসময় চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীনসহ নির্বাচিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঘোষণায় বলা হয়, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। বিজয়ীরা হলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও প্যানেল লিডার মিজানুর রহমান খান, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, সাজ্জাদুর রহমান সুজা, তানভিরুল ইসলাম সোহান, গোলাম রেজা দুলু, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, এজাজ উদ্দিন টিপু, খাইরুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মো. নূরুজ্জামান, মোকসেদ আলী, কাসেদুজ্জামান সেলিম, সাজ্জাদুল করিম কাবুল, সাইফুল ইসলাম লিটন, নূর আলম পাটোয়ারি, রেজাউল করিম, শাহজাহান আলী খোকন ও ইসমাইল হোসেন মিলন।
এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল ৭ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যাহার করে নেয়ায় ৩০ নভেম্বর আর ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়েছেন।