নিজস্ব প্রতিবেদক
দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদককে শোকজ করা হেয়ছে। একই সাথে সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন ইমলাম সবুজের পদ স্থগিত করা হয়েছে। শোকজ হওয়া দু’জন হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মোল্লা ও সহসাধারণ সম্পাদক শরিফ বিশ্বাস।
বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সগার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেরুয়ারি আকাশ মোল্লা এবং ২৫ ফেরুয়ারি শরিফ বিশ্বাস দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে অসদাচরণ করেছেন। যেকারণে তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই অভিযোগে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন ইমলাম সবুজের পদ স্থগিত করা হয়েছে।