নিজস্ব প্রতিবেদক
যশোর জিলা স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে স্কুল অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বিদ্যালয় থেকে ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খানম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আব্দুল্লাহ।
সিনিয়র শিক্ষক জামাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী পরীক্ষার্থী রেজোওয়ান আজিজ, শুভদেব নাথ, প্রত্যায় ঘোষ, কুষদেব মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সফিয়ার রহমান, মহিউদ্দীন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ। শেষে শিক্ষার্থীদের ভাল ফলের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়।