নিজস্ব প্রতিবেদক
যশোর জিলা স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে স্কুল অডিটোরিয়ামে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫, ২০২২ সালে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ও স্টুডেন্থ অফ দ্যা মান্থ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ১৮২, বৃত্তি প্রাপ্ত ৪১ ও স্টুডেন্থ অফ দ্যা মান্থ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থী ৯৬ জন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
সিনিয়র শিক্ষক জালাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি যশোরের সভাপতি নজরুল ইসলাম খান।