নিজস্ব প্রতিবেদক
পূর্বশত্রুতার জেরে যশোর জিলা স্কুলের সামনে তিন ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির ছাত্র সবুজ হোসেন।
আহত শিক্ষার্থী রাফি জানায়, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে আসলে তাসিম, বাহারিয়া, ইয়ামো, সিয়ামসহ অজ্ঞাত ৭-৮ জন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি ও শিহাবসহ আরো কয়েকজন আহত হয়। এদিকে, সবুজ জানায় তারও পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষ করে জিলা স্কুলের সামনে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই স্কুলের শিক্ষার্থীরা। তবে তার ওপর কি কারণে হামলা চালানো হয়েছে সেটা বুঝতে পারছে না।
এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। তবে, রাফি চৌধুরী নানা ধরনের অপরাধ সংঘটনের কারণে এর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে ছিল। তাকে স্কুলে আসা নিষেধ ছিল। পরিবারের অনুরোধে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। প্রধান শিক্ষকের দাবি, তার স্কুলের ছাত্র রাফি চৌধুরী নানা ধরনের অপরাধে জড়িত। এর আগে তাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছিল। তাকে স্কুলে আসা নিষেধ ছিল। কিন্তু পরিবারের অনুরোধে পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছি। তার কারণে বহিরাগতরা এসে স্কুলে হট্টগোল-মারামারি করেছে।
যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।