নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যবহারের অনুপযোগী মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধ্বংসের কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ট্রেজারি শাখা, এনজিও সেল) ইউসুফ মিয়া। এছাড়া হাসপাতালের তত্ত্বধায়ক ডা. হারুন অর রশীদ, আরএমও ডা. পার্থ প্রতিম চক্রবর্তী, সিনিয়ার কনসালটেন্ট আব্দুর রশীদ, সিভিল সার্জন অফিসের ডা. রেহেনেওয়াজসহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও ওয়ার্ড মাস্টারগণ উপস্থিত ছিলেন।
হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পাশে মাটিতে ১০ ফুটের গর্ত করে বিক্রি ও ব্যবহারের অনুপযোগী মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে। ধ্বংস করা মালামালের মধ্যে ফোমের ম্যাট্রস, চাঁদর, বালিশ, বালিশের কভার, কম্বল ও মশারি উল্লেখযোগ্য।
তিনি আরও জানান, ২০২২ সালের ফেব্রয়ারিতে হাসপাতালে ব্যবহারের অনুপযোগী মালামাল ধ্বংস করা হয়। তার পর থেকে এ পর্যন্ত যত ব্যবহারের অনুপযোগী মালামাল ছিলো তা আজ (গতকাল) ধংস করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ব্যবহারের অনুপযোগী মালামাল ধ্বংস করার জন্য ৭ সদস্যের কমিটি রয়েছে। কমিটির বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও তাদের উপস্থিতিতেই এসব মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে।