নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাসপাতাল মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর সরকার, কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রতিভা ঘরাই, ডা. মাধবী রানীসহ হাসপাতালের সেবিকা ও কমকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল গনি হাসপাতালের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করেন।