নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের করোনারি কেয়ার ইউনিটে মোবাইল চুরি করতে গিয়ে এক নারী হাতেনাতে ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম সেলিনা আক্তার (৩০) । তিনি খুলনা জেলার কয়রা উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল গাজীর মেয়ে।
সূত্রে জানা যায়, বহির্বিভাগের ছয় নম্বর কক্ষের সামনে শহরের বকচর এলাকার রোগী শিরানা খাতুন ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেলিনা তার ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে।
পরে স্থানীয়রা সেলিনা আক্তারকে হাসপাতাল ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।