নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন খসরু মঙ্গলবার বেলা ৩টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সহ সভাপতি আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সাইফুজ্জামান পিকুল, আলহাজ্ব আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম খয়রাত হোসেন, এ্যাড. মোহাম্মদ আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, এস এম হুমায়ুন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, মনিরুল ইসলাম মনির, মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনর রশীদ, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, আইন বিষয়ক সম্পাদক গাজী আবদুল কাদের, কৃষি ও সববায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আসিফুদ্দৌলা সরদার অলক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ বাসার, দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মুজিবুদ্দৌলা সরদার কনক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য মোহিত কুমার নাথ, আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা খাইরুজ্জামান রয়েল, মারুফ হোসেন খোকন, আসাদুজ্জামান মিঠু, আনোয়ার হোসেন মোস্তাক, কামাল হোসেন (শহর), অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম মোড়ল, মসিয়ার রহমান সাগর, সাইফুল ইসলাম তুহিন, এহসানুর রহমান লিটু, গোলাম মোস্তফাসহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।