নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। মীর জহুরুল ইসলাম মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টুর করা দুইটি চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি পলাতক জহুরুল।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন জানান, মীর জহুরুল ব্যবসার কথা বলে ২৮ লাখ ৭৭ হাজার টাকার ধার নিয়ে তার বিপরীতে ব্যাংকের দুইটি চেক দেন। পরবর্তিতে টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন জহুরুল। বাধ্য হয়ে আদালতে দুইটি মামলা করেন মিন্টু। যার একটি মামলায় ২০২২ সালের ২৭ নভেম্বর যুগ্ম দায়রা জজ খাইরুল ইসলাম জহুরুলের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ২০ লাখ ৭৭ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অপর একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আটলাখ টাকা জরিমানার আদেশ দেন। এরপর থেকেই জহুরুল পলাতক ছিলেন। পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার আদালতে সোপর্দ করলে বিচারক খাইরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।