নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের নেতৃত্বাধীন প্যানেল। শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের দপ্তর থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্যানেলের একজন শহীদ আহমেদ বলেন, আমরা পোর্টফলিও পদের জন্য ১৩টি ও সদস্য পদের জন্য ২২টি মনোনয়নপত্র কিনেছি।
এর আগে সাবেক সহ-সভাপতি এজেডএম সালেক ২৬টি মনোনয়নপত্র ক্রয় করেন।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে প্রচারণায় ব্যস্ত থাকায় মনোনয়নপত্র সংগ্রহের সময় ছিলেন না প্যানেল লিডার ইয়াকুব কবির।
মনোনয়নপত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আখিরুজ্জামান সান্টু, শহীদ আহমেদ, এবিএম আখতারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো, শামস্-উল বারী শিমুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, হিমাদ্রী সাহা মনি, আনোয়ার হোসেন মোস্তাক, মাহমুদ রিবন, রায়হান সিদ্দিকী, খায়েরুজ্জামান বাবু, এহসানুল হক সুমন, আমিনুল ইসলাম, সাজিদ হাসান পলাশ, আলী আজগর খান টিটো, ইউসুফ হাসান প্রমুখ।
আজ ২৫ মে মনোনয়ন ক্রয়ের শেষ দিন। আগামী ১২ জুন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন।
