নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সদস্য পদে সাতটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহামুদুল্লাহর নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা। শনিবার রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের দপ্তর থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।
ক্রীড়া সংগঠক মাহামুদুল্লাহর নেতৃত্বে মনোনয়নপত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন সোহেল আল মামুন নিশাদ, মান্না দে লিটু, কাজী জামাল হোসেন, হালিম রেজা, জয়নাল আবেদীন, মাহফুজুর রহমান নিপু, সেলিম রেজা প্রমুখ।
রিটানিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, মোট ৭৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। এর মধ্যে পোর্ট ফলিও পদে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ২৭টি ও সদস্য পদে ৫০টি। আগামী ১২ জুন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন।