নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৭ পদের বিপরীতে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
নির্বাচনে ইয়াকুব কবিরের নেতৃত্বাধীন প্যানেলের বিপক্ষে কেউ পূর্ণাঙ্গ প্যানেল করে মনোনয়নপত্র জমা দেননি। এজেডএম সালেকের নেতৃত্বাধীন প্যানেল ৬টি ও শরিফুল ইসলাম চৌধুরী সরুর নেতৃত্বাধীন প্যানেল ৭টি মনোনয়নপত্র জমা দেন। এছাড়া নির্বাহী সদস্য পদে পৃথকভাবে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের নেতৃত্বে সহসভাপতি পদে শফিউর রহমান মল্লিক, মির্জা আখিরুজ্জামান সান্টু, এবিএম আখতারুজ্জামান, আজগর আলী খান টিটো, সাধারণ সম্পাদক পদে বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক পদে শহীদ আহমেদ ও শেখ শামস্-উল-বারী শিমুল, কোষাধ্যক্ষ পদে সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য পদে মাহমুদ রিবন, হিমাদ্রি সাহা মনি, খায়েরুজ্জামান বাবু, আনোয়ার হোসেন মোস্তাক, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, রায়হান সিদ্দিকী প্রবাল, ইউসুফ হাসান, এহসানুল হক সুমন, ওবায়দুল ইসলাম, শিমুল বিশ্বাস শিমু, আব্দুর রাজ্জাক, সাজিদ হাসান পলাশ, এনাম মাহমুদ খান, খন্দকার এজাজুর রহমান ও সোহেল আল মামুন নিশাদ, উপজেলা সংরক্ষিত নির্বাহী সদস্য পদে শফিকুল আলম পারভেজ, জয় সাহা, সংরক্ষিত মহিলা সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও সায়েদা বানু শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংগঠনের সাবেক সহ-সভাপতি এজেডএম সালেকের নেতৃত্বে সহসভাপতি পদে খায়রুল কবির চঞ্চল, আবুল বাশার সাইফুদ্দৌলা, সাধারণ সম্পাদক পদে এজেডএম সালেক, সদস্য পদে গোলাম তসলিম শিমুল, সওগাত কামাল দিপ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মিনারা খন্দকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শরিফুল ইসলাম চৌধুরী সরু নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম চৌধুরী সরু, সহসভাপতি পদে শফিউর রহমান মোহন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শুভ্র লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোসলেম উদ্দীন, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নির্বাহী সদস্য পদে মোস্তাফিজুর রহমান ও মিঠুন কুমার চ্যাটার্জী মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ উল্লাহ, জয়নাল আবেদীন ও হালিম রেজা নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ মে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
