নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বাপ্পী ষষ্ঠীতলা এলাকার নুরুজ্জামান চঞ্চলের ছেলে। শনিবার রাতে বেজপাড়া এলাকা থেকে আটক করে পেন্ডিং মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, তারা গোপনে সংবাদ পায় ১১ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে বিএনপি জামাতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। তাৎক্ষণিক পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ককটেল, লাঠিসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার তদন্তকালে এ ঘটনার সাথে বাপ্পি জড়িত থাকার বিষয়টি প্রমাণ পান তদন্ত কর্মকর্তা এসআই সালাউদ্দিন খান। ওই মামলায় কামরুজ্জামান বাপ্পিকে আটক করা হয়।