নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদ কবির হোসেন পলাশের ১১তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। এরমধ্যে ছিল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া অনুষ্ঠান ও কবর জিয়ারত।
জেলা যুবদলের উদ্যোগে সোমবার কেন্দ্রীয় ঈদগাহ মোড়স্থ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে যুবদল নেতৃবৃন্দ কোর্ট মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন। পরিবারের উদ্যোগে শহীদ ছাত্রনেতা কবির হোসেন পলাশের হত্যাবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। অন্যদিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার কারবালাস্থ মরহুমের কবর জিয়ারত করেছেন। এসব কর্মসূচিতে জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হন তিনি।