নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যশোর জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ইনস্টিটিউটের ভূপতি মঞ্চে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। জেলা জাসদের সহ-সভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়, জাসদ নেতা শাহজাহান সরদার, অ্যাডভোকেট আবুল কায়েস, মোস্তাফিজুর রহমান বাবর, আবুল বাসার মুকুল, মাস্টার নুর ইসলাম, কমল চক্রবর্তী, নজরুল ইসলাম মিন্টু, ছাত্রনেতা তাজুল ইসলাম প্রমুখ।