নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বাল্যবিবাহ, মাদকের কুফল, ডেঙ্গু, গুজব প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, লিগ্যাল এইড অফিসের কার্যক্রম, সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের নিমটা গ্রামের জুবাইদা খাতুনের বাড়িতে এ বৈঠকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মাঠ প্রচার ফাহিমা জাহান।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, বন্দবিলা ইউনিয়নের মহিলা মেম্বার জুবাইদা খাতুন।