নওয়াপাড়া প্রতিনিধি
যশোর জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল নিজ হাতে শিক্ষার্থীর হাতে এ বৃত্তির টাকা তুলে দেন।
বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত ১৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত গরীব মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, জেলা আ.লীগ নেতা লুৎফুর রহমান বিজু, ইউপি সদস্য ইকবাল হোসেন, আব্দুল্লাহ শেখ প্রমুখ।