নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিষদের মালিকানাধীন চুড়ামনকাটি-চৌগাছা সড়কের উপর থেকে মেহেগনি গাছ কেটে বিক্রির অভিযোগে রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি করেন যশোর জেলা পরিষদের সার্ভেয়ার শাহ আলম মৃধার ছেলে আল আমিন। আসামি রবিউল সদর উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত রমজান বিশ^াসের ছেলে।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের দোগাছিয়া থেকে সাজিয়ালী পর্যন্ত ৮/১০টি মেহেগনি গাছ অবৈধভাবে ও চুরি করে কাটার উদ্দেশ্যে গাছের ডাল কেটে নেয়া হয়।
কেটে নেওয়া ডাল গুলোর মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কিন্তু পুলিশ গাছ কাটার সাথে জড়িত অভিযুক্ত আল আমিনকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।