নিজস্ব প্রতিবেদক :
জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫১তম আসরের যশোর জেলা পর্যায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি যশোর আয়োজিত তিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে অ্যাথলেটিকসে প্রথম ও দ্বিতীয় স্থান এবং দলগত ইভেন্টে চ্যাম্পিয়নরা খেলবে বিভাগীয় পর্যায়ে। খুলনায় আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে প্রতিযোগিতার বালিকা বড় গ্রুপের ১০০ মিটার ¯িপ্রন্টে ঝিকরগাছার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুরজাহান প্রথম, সদরের প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ঝুমুর ইয়াসমিন দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নিউটাউন বালিকা বিদ্যালয়ের অর্পিতা কুণ্ডু।
একই ইভেন্টে বালিকা মধ্যম গ্রুপে বাঘারপাড়া জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রিয়া খাতুন প্রথম, একই উপজেলার খলসী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রুবাইয়া খাতুন দ্বিতীয় এবং অভয়নগরের ধুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মিরা খাতুন তৃতীয় হয়েছেন।
বালক মধ্যম গ্রুপে ১০০ মিটার ¯িপ্রন্টে বাঘারপাড়া ফাজিল মাদ্রাসার শফিকুল প্রথম, কেশবপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নুজহাতুল দ্বিতীয় ও ঝিকরগাছার রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের আতিকুর রহমান তৃতীয় হয়েছেন।
বালক বড় গ্রুপে বাঘারপাড়ার রায়পুর স্কুল এন্ড কলেজের চয়ন কুমার বিশ্বাস প্রথম, একই উপজেলার নাফিজ ইকবাল দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন চৌগাছার নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়।
দলগত ইভেন্টে বালক ক্রিকেটে অভয়নগরের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিভাগে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, ভলিবল বালকে ঝিকরগাছার কায়েমখোলা মাধ্যমিক বিদ্যালয়, বালিকা এছাড়া বিভাগে সদরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাস্কেটবল বালক বিভাগে মুসলিম একাডেমি, বালিকা বিভাগে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালক হকিতে যশোর জিলা স্কুল, বালিকা হকিতে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও এর আগে সম্পন্ন বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস এবং বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
